ঠাকুরগাঁওয়ে ৫ থানায় নতুন ওসি

প্রতি‌নি‌ধি ঠাকুরগাঁও
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২৩: ২২
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১: ০৮
ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়। ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিন জন বর্তমানে তিনটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য দুই জন পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ সোমবার এক অফিস আদেশে তাদের পদায়নের নির্দেশ দেন।

বদলির আদেশে ঠাকুরগাঁও থানার বর্তমান ওসি তাজুল ইসলামকে পীরগঞ্জ থানায়, বালিয়াডাঙ্গী থানার ওসি মোহাম্মদ জাকারিয়াকে হরিপুর থানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শওকত আলী সরকারকে বালিয়াডাঙ্গী থানায়, পুলিশ পরিদর্শক এ কে এম নাজমুল কাদেরকে রুহিয়া থানায় এবং রুহিয়া থানার ওসি শহিদুর রহমানকে সদর থানায় পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক কাজে গতি আনার জন্য এটি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত