কুড়িগ্রাম ও নীলফামারী প্রতিনিধি
উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমছে। এর ব্যতিক্রম নয় কুড়িগ্রাম এবং নীলফামারীও। কুড়িগ্রামে আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় জেলা দুটিতে সোমবার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, সোমবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দুই একদিন চলতে পারে। পুরো জানুয়ারি মাসজুড়ে ঠান্ডার তীব্রতা বিরাজ করতে পারে।
এদিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় সোমবারও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার ও জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, সোমবারও জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম রেকর্ড হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি হলে প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানানো হবে।
শামসুল আলম বলেন, ‘আজও জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার ওপরে গেলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাব।’
তাৎক্ষণিক সিদ্ধান্তে বিদ্যালয় খোলা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়াশা প্রশ্নে বলেন, ‘আমরা সকাল ৯টার পরপরই শিক্ষা প্রশাসন গ্রুপে (হোয়াটসঅ্যাপ) সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। ফলে শিক্ষকেরা তাৎক্ষণিক জেনে যাচ্ছেন। শ্রেণি শিক্ষকেরা সেই সিদ্ধান্ত তাৎক্ষণিক শিক্ষার্থীদের জানাতে পারছেন। ফলে যেকোনো বার্তা শিক্ষক ও শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছেন।’
জেলার প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একই মন্তব্য করেন মো. নবেজ উদ্দিন সরকার।
এদিকে গতকাল রোববার দিনভর জেলা শহরে সূর্যের দেখা মেলেনি। দিনে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় হিমেল হাওয়া আর রাতে ঘন কুয়াশায় ঠান্ডার তীব্রতা বাড়ছে। তবে মানুষের কষ্ট লাঘবে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, চলমান শীতে এ পর্যন্ত প্রায় ৬৭ হাজারেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরও বরাদ্দ চাওয়া হয়েছে। এ ছাড়া শীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দেওয়া চলমান রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘মানুষের শীতের কষ্ট লাঘবে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। কম্বল ও খাদ্য সহায়তা বিতরণ চলমান রয়েছে। এ ছাড়াও শিশুদের জন্য আলাদা করে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২২ ও ২৩ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে নীলফামারীর প্রকৃতি। বইছে হিমেল হাওয়া। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে কমেছে মানুষের চলাচল। বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস আজ সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন সকালে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার তাপমাত্রা ৮.৮ ডিগ্রির সেলসিয়াস থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোম ও মঙ্গলবার এ দুই দিন জেলার সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহাজাহান সিদ্দিকী জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে সোমবার। তবে মঙ্গলবার আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারি জুড়ে এমন আবহাওয়া থাকতে পারে বলেও জানান এ আবহাওয়া কর্মকর্তা।
উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমছে। এর ব্যতিক্রম নয় কুড়িগ্রাম এবং নীলফামারীও। কুড়িগ্রামে আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় জেলা দুটিতে সোমবার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, সোমবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দুই একদিন চলতে পারে। পুরো জানুয়ারি মাসজুড়ে ঠান্ডার তীব্রতা বিরাজ করতে পারে।
এদিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় সোমবারও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার ও জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, সোমবারও জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম রেকর্ড হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি হলে প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানানো হবে।
শামসুল আলম বলেন, ‘আজও জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার ওপরে গেলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাব।’
তাৎক্ষণিক সিদ্ধান্তে বিদ্যালয় খোলা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়াশা প্রশ্নে বলেন, ‘আমরা সকাল ৯টার পরপরই শিক্ষা প্রশাসন গ্রুপে (হোয়াটসঅ্যাপ) সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। ফলে শিক্ষকেরা তাৎক্ষণিক জেনে যাচ্ছেন। শ্রেণি শিক্ষকেরা সেই সিদ্ধান্ত তাৎক্ষণিক শিক্ষার্থীদের জানাতে পারছেন। ফলে যেকোনো বার্তা শিক্ষক ও শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছেন।’
জেলার প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একই মন্তব্য করেন মো. নবেজ উদ্দিন সরকার।
এদিকে গতকাল রোববার দিনভর জেলা শহরে সূর্যের দেখা মেলেনি। দিনে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় হিমেল হাওয়া আর রাতে ঘন কুয়াশায় ঠান্ডার তীব্রতা বাড়ছে। তবে মানুষের কষ্ট লাঘবে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, চলমান শীতে এ পর্যন্ত প্রায় ৬৭ হাজারেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরও বরাদ্দ চাওয়া হয়েছে। এ ছাড়া শীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দেওয়া চলমান রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘মানুষের শীতের কষ্ট লাঘবে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। কম্বল ও খাদ্য সহায়তা বিতরণ চলমান রয়েছে। এ ছাড়াও শিশুদের জন্য আলাদা করে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২২ ও ২৩ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে নীলফামারীর প্রকৃতি। বইছে হিমেল হাওয়া। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে কমেছে মানুষের চলাচল। বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস আজ সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন সকালে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার তাপমাত্রা ৮.৮ ডিগ্রির সেলসিয়াস থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোম ও মঙ্গলবার এ দুই দিন জেলার সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহাজাহান সিদ্দিকী জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে সোমবার। তবে মঙ্গলবার আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারি জুড়ে এমন আবহাওয়া থাকতে পারে বলেও জানান এ আবহাওয়া কর্মকর্তা।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৭ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে