গাইবান্ধায় মহিলা লীগ নেত্রীকে দল থেকে বহিষ্কার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা মহিলা লীগের সভাপতি লুদমিলা পারভীন ছন্দা ও সাধারণ সম্পাদক মাহামুদা পারুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গাইবান্ধা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোছা: শ্যামলী আক্তার দলকে ব্যবহার করে নিজ স্বার্থ চরিতার্থের জন্য গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে লিপ্ত হওয়ায় তাকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হল। শ্যামলী আক্তার জেলার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের মেয়ে। 

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শ্যামলী আক্তারকে দল থেকে বহিষ্কারের দাবিতে পলাশবাড়ী পৌর শহরের চৌরাস্তা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সারওয়ার বিপ্লব, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নির্মল মিত্র, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ওয়ারিছুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক মনজুর কাদির মুকুল ও  পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নুনিয়াগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজার রহমানের মেয়ে শ্যামলী আক্তার একজন মামলাবাজ নারী। তিনি দীর্ঘদিন থেকে দলীয় প্রভাব খাঁটিয়ে এলাকায় সরকারি-বেসরকারি সম্পদ জবরদখল করে আসছেন। এলাকার নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করে আসছেন। তার অত্যাচার থেকে মুক্তির লক্ষ্যে দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দাবি করেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার আশ্বাসে অবরোধ তুলে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত