কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবার একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত ফলে দেখা গেছে সে অকৃতকার্য হয়েছে।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ।
এ বিষয়ে কথা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছিল একজন। সেও কৃতকার্য হতে পারেনি।
প্রধান শিক্ষক বলেন, ‘২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর সেবারই বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সেই থেকে প্রতিবছর কয়েকজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পাসও করছে। কিন্তু কোনোবারই শতভাগ ফেল ছিল না। এ বছরই প্রথম শতভাগ ফেল। দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় এমন সমস্যা হয়েছে।’
প্রধান শিক্ষকের দেওয়া তথ্যমতে, কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। যাত্রা শুরু করেছিল নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে। বর্তমানে উচ্চবিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে দশম শ্রেণিতে ১০ জন অধ্যয়নরত। আর ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।
শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ‘আগামীতে যাতে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ফলাফল না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে ভালো করে এ জন্য চেষ্টা করব।’
কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবার একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত ফলে দেখা গেছে সে অকৃতকার্য হয়েছে।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ।
এ বিষয়ে কথা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছিল একজন। সেও কৃতকার্য হতে পারেনি।
প্রধান শিক্ষক বলেন, ‘২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর সেবারই বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সেই থেকে প্রতিবছর কয়েকজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পাসও করছে। কিন্তু কোনোবারই শতভাগ ফেল ছিল না। এ বছরই প্রথম শতভাগ ফেল। দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় এমন সমস্যা হয়েছে।’
প্রধান শিক্ষকের দেওয়া তথ্যমতে, কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। যাত্রা শুরু করেছিল নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে। বর্তমানে উচ্চবিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে দশম শ্রেণিতে ১০ জন অধ্যয়নরত। আর ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।
শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ‘আগামীতে যাতে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ফলাফল না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে ভালো করে এ জন্য চেষ্টা করব।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২৬ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে