কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবার একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত ফলে দেখা গেছে সে অকৃতকার্য হয়েছে।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ।
এ বিষয়ে কথা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছিল একজন। সেও কৃতকার্য হতে পারেনি।
প্রধান শিক্ষক বলেন, ‘২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর সেবারই বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সেই থেকে প্রতিবছর কয়েকজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পাসও করছে। কিন্তু কোনোবারই শতভাগ ফেল ছিল না। এ বছরই প্রথম শতভাগ ফেল। দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় এমন সমস্যা হয়েছে।’
প্রধান শিক্ষকের দেওয়া তথ্যমতে, কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। যাত্রা শুরু করেছিল নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে। বর্তমানে উচ্চবিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে দশম শ্রেণিতে ১০ জন অধ্যয়নরত। আর ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।
শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ‘আগামীতে যাতে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ফলাফল না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে ভালো করে এ জন্য চেষ্টা করব।’
কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবার একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত ফলে দেখা গেছে সে অকৃতকার্য হয়েছে।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ।
এ বিষয়ে কথা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছিল একজন। সেও কৃতকার্য হতে পারেনি।
প্রধান শিক্ষক বলেন, ‘২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর সেবারই বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সেই থেকে প্রতিবছর কয়েকজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পাসও করছে। কিন্তু কোনোবারই শতভাগ ফেল ছিল না। এ বছরই প্রথম শতভাগ ফেল। দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় এমন সমস্যা হয়েছে।’
প্রধান শিক্ষকের দেওয়া তথ্যমতে, কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। যাত্রা শুরু করেছিল নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে। বর্তমানে উচ্চবিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে দশম শ্রেণিতে ১০ জন অধ্যয়নরত। আর ৯ জন শিক্ষকসহ মোট জনবল আছে ১৪ জন।
শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ‘আগামীতে যাতে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ফলাফল না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে ভালো করে এ জন্য চেষ্টা করব।’
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
২ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে