পঞ্চগড় প্রতিনিধি
চিকিৎসক, অবকাঠামো ও জনবলসহ ২৫০ শয্যা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চালুর দাবিতে অনশন করেছে স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয় এই কর্মসূচি।
জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান অনশন কর্মসূচিতে এসে চিকিৎসক সংকট দূর করার বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের কথা জানান। একই সঙ্গে অনশন ভাঙার অনুরোধ করেন তাঁরা। এ আশ্বাসের ভিত্তিতে দুপুরের পর তাঁরা পানি পান করে অনশন ভাঙেন।
অনশনে বক্তারা জানান, দীর্ঘদিন থেকে চিকিৎসক ও জনবলের সংকটে ভুগছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার সব সরকারি হাসপাতাল। জেলার সরকারি হাসপাতালগুলোর ১৬৯টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ জন। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক-জনবলসহ ২৫০ শয্যাবিশিষ্ট পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে বলে জানান তারা।
দুর্ঘটনা ও গুরুতর অন্য রোগীদের দিনাজপুরে কিংবা রংপুর পাঠানো হয়। এখানে উন্নত চিকিৎসা হয় না। ভবন নির্মাণের পরও পূর্ণাঙ্গ রূপে হাসপাতালটির কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং ডাক্তারসহ জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ রূপে ২৫০ শয্যা হাসপাতাল চালুর দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব, উপসমন্বয়ক ওয়াসিম আকরাম, সানাউল্লাহ, মানিক খানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
চিকিৎসক, অবকাঠামো ও জনবলসহ ২৫০ শয্যা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চালুর দাবিতে অনশন করেছে স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয় এই কর্মসূচি।
জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান অনশন কর্মসূচিতে এসে চিকিৎসক সংকট দূর করার বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের কথা জানান। একই সঙ্গে অনশন ভাঙার অনুরোধ করেন তাঁরা। এ আশ্বাসের ভিত্তিতে দুপুরের পর তাঁরা পানি পান করে অনশন ভাঙেন।
অনশনে বক্তারা জানান, দীর্ঘদিন থেকে চিকিৎসক ও জনবলের সংকটে ভুগছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার সব সরকারি হাসপাতাল। জেলার সরকারি হাসপাতালগুলোর ১৬৯টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ জন। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক-জনবলসহ ২৫০ শয্যাবিশিষ্ট পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে বলে জানান তারা।
দুর্ঘটনা ও গুরুতর অন্য রোগীদের দিনাজপুরে কিংবা রংপুর পাঠানো হয়। এখানে উন্নত চিকিৎসা হয় না। ভবন নির্মাণের পরও পূর্ণাঙ্গ রূপে হাসপাতালটির কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং ডাক্তারসহ জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ রূপে ২৫০ শয্যা হাসপাতাল চালুর দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব, উপসমন্বয়ক ওয়াসিম আকরাম, সানাউল্লাহ, মানিক খানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
চট্টগ্রামের ফটিকছড়ির বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে অবৈধভাবে পানি উত্তোলনের অভিযোগ উঠেছে শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলন না করতে বাগান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
৮ মিনিট আগেএকজন ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোক। আরেকজন হুন্ডির কারবারি। কিন্তু সাবেক এমপির আশীর্বাদে দুজনেই হয়েছিলেন দুই উপজেলার চেয়ারম্যান।
২৮ মিনিট আগেজামালপুর আদালতে চেক ডিজঅনারের একটি মামলায় খোকন সরকার (৩২) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক। রায় ঘোষণার এক বছর অতিবাহিত হলেও দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছায়নি সংশ্লিষ্ট থানায়।
৩৮ মিনিট আগেনারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। স্বীকারোক্তি পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে