চিরিরবন্দর সিটি মডেল স্কুলের শতভাগ শিক্ষার্থী পেল জিপিএ-৫ 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৪, ১৪: ৩৩
Thumbnail image

দিনাজপুরের চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১১০ জন এসএসসি শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। আজ রোববার প্রকাশিত ফলাফলে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। 

তথ্যমতে, চলতি বছর (২০২৪) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর বহিষ্কার হয়েছে ৬৬ জন। পাস করেছে এক লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। 

জিপিএ-৫ পাওয়া সিটি মডেল কলেজ শিক্ষার্থীদের উল্লাস

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফ জানান, সিটি স্কুলের পড়াশোনার পরিবেশ চমৎকার। এখানকার শিক্ষকেরা বেশ আন্তরিক। তাদের সহযোগিতা ও সঠিক দিক-নির্দেশনার কারণে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয়েছে বলে জানায় সে। 

জিপিএ-৫ পাওয়া সিটি মডেল কলেজ শিক্ষার্থীদের উল্লাসসিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোকলেছুর রহমান বাবু বলেন, ‘শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত