Ajker Patrika

রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ৩০
রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন মিয়াধন মিয়া (৩৫), মোতাহের হোসেন (২৬), রুবেল মিয়া (১৮), আব্দুল্লাহ (৩২), দাইমুদ্দীন (৫৫), ওয়াহদুজ্জামান (৩০), মনুরা বেগম (৪০)। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় শাহিদ মিয়াকে (৩৫) সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের মিজানুর রহমান এবং একই গ্রামের ওয়াহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত