হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমার ছেলে অংশ নেয়। মিছিলটি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি আবু জাহির, আব্দুল মজিদ খান ও সামছু চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে আক্রমণ করে। এ সময় ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে আমার ছেলে নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। এতে তার চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।’
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক (৬৫), জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (৪৮), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন (৩২) প্রমুখ।
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমার ছেলে অংশ নেয়। মিছিলটি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি আবু জাহির, আব্দুল মজিদ খান ও সামছু চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে আক্রমণ করে। এ সময় ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে আমার ছেলে নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। এতে তার চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।’
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক (৬৫), জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (৪৮), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন (৩২) প্রমুখ।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ছয় ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে কাজিরহাট রুটে দুটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে...
১৯ মিনিট আগেফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে দুপাশে ঘন গজারি বন। গাছপালা কেটে বনভূমি উজাড় ও জবরদখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের তোয়াক্কা না করে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। উপজেলা প্রশাসন এই কাজ দ্রুত বন্ধের কথা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। এ
৮ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তাঁর পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৯ ঘণ্টা আগে