Ajker Patrika

হবিগঞ্জে সাবেক দুই এমপিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১: ০১
হবিগঞ্জে সাবেক দুই এমপিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। 

আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমার ছেলে অংশ নেয়। মিছিলটি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি আবু জাহির, আব্দুল মজিদ খান ও সামছু চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে আক্রমণ করে। এ সময় ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে আমার ছেলে নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। এতে তার চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।’
 
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক (৬৫), জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (৪৮), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন (৩২) প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত