Ajker Patrika

ডোবা জায়গায় আর কোনো রাস্তা করা হবে না: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ডোবা জায়গায় আর কোনো রাস্তা করা হবে না: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাওরের ফসল রক্ষায় সহায়ক বাঁধ নির্মাণের কোনো সুযোগ নেই। আমরা আবারও মৌসুমি বাঁধ নির্মাণ করব। অকাল বন্যা ও পাহাড়ি ঢল মোকাবিলায় আগামীতে নদ-নদী, খাল-বিল খনন করা হবে। এখন থেকে হাওরের মধ্যে আর কোনো উঁচু সড়ক নির্মাণ করা হবে না, যা হাওর এলাকায় পানি চলাচলে বাধা দেয়। এখন থেকে হাওরে শুধু উড়াল সেতু হবে। ডোবা জায়গায় আর কোনো রাস্তা করা হবে না।’ 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত ত্রাণ শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে রূপান্তর করতে আমরা কাজ করছি।  শহরের সকল নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে।’ 

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের জীবদ্দশায় সুন্দর বাংলাদেশের সূচনা দেখে যাচ্ছি। বাংলাদেশের জয়যাত্রা এখন আর কেউ থামাতে পারবে না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে আমরা কল্পনাও করতে পারিনি। যা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।’ 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত