নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ’৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের ভাষা-সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু।
আজ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
রেজা-উন-নবী বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের।’ তিনি আরও বলেন, ‘বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ছাত্র-জনতাকে পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় একইভাবে হত্যা করছে।’
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ’৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের ভাষা-সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু।
আজ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
রেজা-উন-নবী বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের।’ তিনি আরও বলেন, ‘বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ছাত্র-জনতাকে পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় একইভাবে হত্যা করছে।’
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
১৩ মিনিট আগেরিফাত আহমেদ বলেন, অভিযানে ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯টি ইয়াবা বড়ি ও ৪৪ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জব্দ অস্ত্র, মাদকসহ আটক ব্যক্তিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি অর্থায়নের খেয়ার ঘাট নিজ বাড়িতে নির্মাণের অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় পয়সারহাট-পীড়ারবাড়ি সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিলও করেন।
৪০ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক বিএনপি নেতাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হল
১ ঘণ্টা আগে