Ajker Patrika

হবিগঞ্জের জ্বালানি তেল শোধনাগারে আগুন

প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জের জ্বালানি তেল শোধনাগারে আগুন

হবিগঞ্জের বাহুবলে অবস্থিত দেশের অন্যতম জ্বালানি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুত করার স্থান) কন্টেইনারে হঠাৎ করে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে চার হাজার ব্যারেল ধারণক্ষমতাসম্পন্ন তেল শোধনাগারটিতে কীভাবে আগুন লাগলো, সেটি নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট বিভাগ ও ফায়ার সার্ভিস।

রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে দুটিসহ শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বার্ন ফিড থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার। তিনি জানান, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। মূলত শোধনাগারের বর্জ্যের মধ্যে আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত