শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষক সমিতির বৈঠক শেষে উপাচার্যের বিষয়ে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। রোববার দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বৈঠক করেন শিক্ষক সমিতির নেতারা।
বৈঠক শেষে রাত সোয়া আটটায় অডিটোরিয়ামের সামনে শিক্ষক সমিতির ৪ দফা দাবি উত্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস।
শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে তুলসী কুমার বলেন, ‘অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি।
শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সহিংসতায় সম্পৃক্ততা না হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে তুলসী কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনকে যৌক্তিক মনে করছে বলেই তাঁরা আন্দোলন করছে। আমাদের এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে কিন্তু তাদের কাছে যৌক্তিক হতে পারে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষক সমিতির বৈঠক শেষে উপাচার্যের বিষয়ে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। রোববার দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বৈঠক করেন শিক্ষক সমিতির নেতারা।
বৈঠক শেষে রাত সোয়া আটটায় অডিটোরিয়ামের সামনে শিক্ষক সমিতির ৪ দফা দাবি উত্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস।
শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে তুলসী কুমার বলেন, ‘অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি।
শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সহিংসতায় সম্পৃক্ততা না হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে তুলসী কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনকে যৌক্তিক মনে করছে বলেই তাঁরা আন্দোলন করছে। আমাদের এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে কিন্তু তাদের কাছে যৌক্তিক হতে পারে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
৪ মিনিট আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৯ ঘণ্টা আগে