সুনামগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, পুলিশ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫: ৫৪
Thumbnail image

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন। 

আজ রোববার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন আহমদ সুনামগঞ্জ কোর্টে দায়িত্ব পালন করেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সিলেট থেকে একটি প্রাইভেট কারে এসআই মহিউদ্দিন ও এএসআই মামুন আহমদ সুনামগঞ্জে আসছিলেন। বেলা ১১টার দিকে নোয়াগাঁও গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। পরে পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই এসআই মহিউদ্দিন মারা যান। গুরুতর আহত হন এএসআই মামুন আহমদ। 

স্থানীয়রা এএসআইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মরদেহ পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত