সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৬: ০৯
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৬: ৪৬

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুই জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। 

আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ও ১৮ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি), বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালায়। 

এসব অভিযানে ৩২টি ভারতীয় থ্রি–পিস, লেহেঙ্গা ২১, চিনি ৬ হাজার ৫০০ কেজি, ৬টি গরু, চকলেট ১৯২ বক্স, সিগারেট ফিল্টার ১ লাখ, মদ ৮২৭ বোতল, বিয়ার ২ বোতল, বাংলাদেশি রসুন ১ হাজার কেজি, কাঁচা মরিচ ১৯২ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি ও ১টি ইঞ্জিনচালিত ট্রলিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানের মালামাল বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত