নিজস্ব প্রতিবেদক, সিলেট
পুলিশের অনুমতি না পেয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন স্থগিত ঘোষণা করেছিল সিলেট মহানগর জামায়াত। তবে ঘোষিত সময়ে আজ বুধবার বেলা ২টার দিকে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদিও সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দলের কেউ সংশ্লিষ্ট নন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গায়েবানা জানাজায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন। বেলা ২টার দিকে হঠাৎ আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক শ মানুষ একত্রিত হন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের। পরে সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা চলার সময় সিলেট মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা উপস্থিত মুসল্লিদের কাছে জানতে চান, কার জানাজার আয়োজন করা হয়েছে। উপস্থিত মুসল্লিরা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার বিষয়টি জানান। এ কথা শুনে পুলিশ কিছু বলেনি। এর কিছু সময় পরই ঘটনাস্থল ত্যাগ করেন মুসল্লিরা।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আমরা লিখিতভাবে স্থগিত করেছি। কিন্তু জনে জনে হয়তো আমাদের স্থগিতের খবর পৌঁছায়নি। এ জন্য কিছু মানুষ চলে এসেছে। তাঁরা নিজেদের মতো করে জানাজাও পড়েছেন। এখানে জামায়াত-শিবিরের কেউ ছিলেন না। আমাদের নেতারা এলেও এর চেয়ে বেশি মানুষ হতো। তবে পুলিশের এমন স্বৈরাচারী আচরণে আমরা মর্মাহত হয়েছি।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘বলা কওয়া নেই; ঝটিকা মিছিলের মতো হঠাৎ করে এসেই গায়েবানা জানাজা পড়ে চলে গেছে। খবর পেয়ে গিয়ে পরিচয় শনাক্ত করার আগেই তাঁরা স্থান ত্যাগ করেন। আয়োজনের বিষয়টিও জানা ছিল না।’
তবে আজ সকাল থেকেই সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
পুলিশের অনুমতি না পেয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন স্থগিত ঘোষণা করেছিল সিলেট মহানগর জামায়াত। তবে ঘোষিত সময়ে আজ বুধবার বেলা ২টার দিকে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদিও সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দলের কেউ সংশ্লিষ্ট নন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গায়েবানা জানাজায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন। বেলা ২টার দিকে হঠাৎ আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক শ মানুষ একত্রিত হন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের। পরে সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা চলার সময় সিলেট মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা উপস্থিত মুসল্লিদের কাছে জানতে চান, কার জানাজার আয়োজন করা হয়েছে। উপস্থিত মুসল্লিরা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার বিষয়টি জানান। এ কথা শুনে পুলিশ কিছু বলেনি। এর কিছু সময় পরই ঘটনাস্থল ত্যাগ করেন মুসল্লিরা।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আমরা লিখিতভাবে স্থগিত করেছি। কিন্তু জনে জনে হয়তো আমাদের স্থগিতের খবর পৌঁছায়নি। এ জন্য কিছু মানুষ চলে এসেছে। তাঁরা নিজেদের মতো করে জানাজাও পড়েছেন। এখানে জামায়াত-শিবিরের কেউ ছিলেন না। আমাদের নেতারা এলেও এর চেয়ে বেশি মানুষ হতো। তবে পুলিশের এমন স্বৈরাচারী আচরণে আমরা মর্মাহত হয়েছি।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘বলা কওয়া নেই; ঝটিকা মিছিলের মতো হঠাৎ করে এসেই গায়েবানা জানাজা পড়ে চলে গেছে। খবর পেয়ে গিয়ে পরিচয় শনাক্ত করার আগেই তাঁরা স্থান ত্যাগ করেন। আয়োজনের বিষয়টিও জানা ছিল না।’
তবে আজ সকাল থেকেই সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে এক শিক্ষককে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীর
৮ মিনিট আগেজাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
৩৭ মিনিট আগেকিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে