ধানের দামে যেন মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারেন: কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ১৫: ৫৪

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, ‘প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন সিন্ডিকেট তৈরি না হয় সে জন্য জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। ধানের দামে যেন মধ্যস্বত্বভোগী কেউ সুবিধা নিতে না পারেন।’ 

কৃষিমন্ত্রী বলেন, ‘ধানের দাম নির্ধারণের জন্য দুদিন পর আমাদের সভা অনুষ্ঠিত হবে। কৃষক যাতে ন্যায্যমূল্য পান সেদিকে খেয়াল রাখব। আমরা চাই কৃষকেরা যাতে ধান চাষে উৎসাহিত হন সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে।’ 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের বাহাদুর গ্রামে দেখার হাওরে বোরো ধান কাটা উৎসব শেষে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এসব কথা বলেন। 

চলতি বছর খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ২২ লাখ মেট্রিক টন ধরা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই সরকার করবে।’ 

কৃষিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জ জেলায় যারা কর্মকর্তা আছেন তাঁদেরকে বলব ধানের দামে যেন মধ্যে মধ্যস্বত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারেন। প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে যেন ধান বিক্রি করতে সে দিকে কঠোর ভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনো সিন্ডিকেট তৈরি সে জন্য ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।’ 

আব্দুস শহীদ আরও বলেন, ‘সুনামগঞ্জ একটি ঝুঁকি পূর্ণ এলাকা। বিগত সময়ে দেখেছি, হাওরের বন্যার কারণে পুরো জেলা বোরো ফসল নষ্ট হয়ে গেছে। মানুষের কিছুই ছিল না। যাতে বন্যা মোকাবিলা করে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারি সে লক্ষ্যেই কাজ করব।’ 

স্থানীয় লোকজনের বিভিন্ন পরামর্শ চেয়ে আব্দুস শহীদ বলেন, ‘আপনাদের পরামর্শ আমাদের কর্মকর্তাদের জানাবেন। যাচাই-বাছাই করে দেখব পরামর্শগুলো বাস্তবায়ন করা যায় কি না।’ তিনি আরও বলেন, ‘আমরা যে মেশিন দিই সেগুলো নষ্ট হতেই পারে। আমরা যে গাড়ি চালাই সেগুলোও নষ্ট হয় পরে আমরা ঠিক করি। এভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে।’ 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত