সুনামগঞ্জ প্রতিনিধি
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, ‘প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন সিন্ডিকেট তৈরি না হয় সে জন্য জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। ধানের দামে যেন মধ্যস্বত্বভোগী কেউ সুবিধা নিতে না পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘ধানের দাম নির্ধারণের জন্য দুদিন পর আমাদের সভা অনুষ্ঠিত হবে। কৃষক যাতে ন্যায্যমূল্য পান সেদিকে খেয়াল রাখব। আমরা চাই কৃষকেরা যাতে ধান চাষে উৎসাহিত হন সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের বাহাদুর গ্রামে দেখার হাওরে বোরো ধান কাটা উৎসব শেষে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এসব কথা বলেন।
চলতি বছর খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ২২ লাখ মেট্রিক টন ধরা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই সরকার করবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জ জেলায় যারা কর্মকর্তা আছেন তাঁদেরকে বলব ধানের দামে যেন মধ্যে মধ্যস্বত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারেন। প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে যেন ধান বিক্রি করতে সে দিকে কঠোর ভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনো সিন্ডিকেট তৈরি সে জন্য ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।’
আব্দুস শহীদ আরও বলেন, ‘সুনামগঞ্জ একটি ঝুঁকি পূর্ণ এলাকা। বিগত সময়ে দেখেছি, হাওরের বন্যার কারণে পুরো জেলা বোরো ফসল নষ্ট হয়ে গেছে। মানুষের কিছুই ছিল না। যাতে বন্যা মোকাবিলা করে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারি সে লক্ষ্যেই কাজ করব।’
স্থানীয় লোকজনের বিভিন্ন পরামর্শ চেয়ে আব্দুস শহীদ বলেন, ‘আপনাদের পরামর্শ আমাদের কর্মকর্তাদের জানাবেন। যাচাই-বাছাই করে দেখব পরামর্শগুলো বাস্তবায়ন করা যায় কি না।’ তিনি আরও বলেন, ‘আমরা যে মেশিন দিই সেগুলো নষ্ট হতেই পারে। আমরা যে গাড়ি চালাই সেগুলোও নষ্ট হয় পরে আমরা ঠিক করি। এভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে।’
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, ‘প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন সিন্ডিকেট তৈরি না হয় সে জন্য জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। ধানের দামে যেন মধ্যস্বত্বভোগী কেউ সুবিধা নিতে না পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘ধানের দাম নির্ধারণের জন্য দুদিন পর আমাদের সভা অনুষ্ঠিত হবে। কৃষক যাতে ন্যায্যমূল্য পান সেদিকে খেয়াল রাখব। আমরা চাই কৃষকেরা যাতে ধান চাষে উৎসাহিত হন সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের বাহাদুর গ্রামে দেখার হাওরে বোরো ধান কাটা উৎসব শেষে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এসব কথা বলেন।
চলতি বছর খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ২২ লাখ মেট্রিক টন ধরা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই সরকার করবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জ জেলায় যারা কর্মকর্তা আছেন তাঁদেরকে বলব ধানের দামে যেন মধ্যে মধ্যস্বত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারেন। প্রকৃত কৃষকেরাই যেন সঠিক দামে যেন ধান বিক্রি করতে সে দিকে কঠোর ভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনো সিন্ডিকেট তৈরি সে জন্য ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।’
আব্দুস শহীদ আরও বলেন, ‘সুনামগঞ্জ একটি ঝুঁকি পূর্ণ এলাকা। বিগত সময়ে দেখেছি, হাওরের বন্যার কারণে পুরো জেলা বোরো ফসল নষ্ট হয়ে গেছে। মানুষের কিছুই ছিল না। যাতে বন্যা মোকাবিলা করে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারি সে লক্ষ্যেই কাজ করব।’
স্থানীয় লোকজনের বিভিন্ন পরামর্শ চেয়ে আব্দুস শহীদ বলেন, ‘আপনাদের পরামর্শ আমাদের কর্মকর্তাদের জানাবেন। যাচাই-বাছাই করে দেখব পরামর্শগুলো বাস্তবায়ন করা যায় কি না।’ তিনি আরও বলেন, ‘আমরা যে মেশিন দিই সেগুলো নষ্ট হতেই পারে। আমরা যে গাড়ি চালাই সেগুলোও নষ্ট হয় পরে আমরা ঠিক করি। এভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে।’
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১২ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২২ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩৯ মিনিট আগে