সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে গ্যাস কর্তৃপক্ষ অভিযান

প্রতিনিধি, সিলেট
Thumbnail image

সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইনের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ নগরীর বালুচর নয়াবাজার এলাকায় এ অভিযান শুরু করে। 

অভিযানের শুরুতেই বালুচর নয়াবাজার এলাকার তিনতলা একটি ভবন ভাঙার কাজ শুরু করে তাঁরা। বেশ কিছু শ্রমিক এ এক্সেবেটর যন্ত্র দিয়ে শুরু হয় ভবন ভাঙার কাজ। 

ওই ভবন ছাড়াও বালুচর এলাকার আরও ১০টি ভবন ভাঙা হবে বলে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। ওই ভবনগুলোও অবৈধভাবে গ্যাসের উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের ওপর বা লাইনের ১০ ফুটের মধ্যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।

এ সময় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত