Ajker Patrika

মধ্যরাতে উত্তপ্ত শাবিপ্রবি: কোটা নিয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থান

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০: ৪১
মধ্যরাতে উত্তপ্ত শাবিপ্রবি: কোটা নিয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে মুখোমুখি অবস্থান নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটাবৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই অবস্থান নেয় দুই পক্ষ। 

অবস্থান নেওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে মিছিল বের করেন। মিছিলে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘সারা বাংলার মাটি রাজাকারের ঘাঁটি’, ‘শাবিপ্রবির মাটি রাজাকারের ঘাঁটি’, ‘রাজাকার আসছে, রাজপথ কাঁপছে’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ স্লোগান দিতে দেখা যায়। 

বিপরীতে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহ পরান হল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ স্লোগানে মিছিল বের করেন। 

পরে রাত সাড়ে ১২টার দিকে ছাত্রী হল থেকে বেরিয়ে আসেন আবাসিক হলের শিক্ষার্থীরা। গোলচত্বরে মিলিত হন হাজারের অধিক সাধারণ শিক্ষার্থী। 

এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ছাত্রলীগ। পরে তোপের মুখে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় স্লোগান দিতে দিতে ছেলেদের হলের দিকে যান কোটার সংস্কার আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। 

এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে হঠাৎ স্লোগান দিতে দেখা গেছে শাবিপ্রবির ছয়টি আবাসিক হলে। এ সময় স্লোগান দিতে দিতে অনেকে বেরিয়ে আসেন আবাসিক হলগুলোর সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত