Ajker Patrika

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) 
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৯: ৫২
শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইট এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। 

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, সিএনজি করে অলিপুরে কর্মস্থলে যাচ্ছিলেন ৬ জন যাত্রী। পরে সিএনজিটি নছরতপুর পর্যন্ত গেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করেছে। একটি সূত্রে জানা গেছে, নিহত সকলেই চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বহরমপুর গ্রামের বাসিন্দা। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত