কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পৃথক অভিযানে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে আদালতে তোলার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছাত্রলীগ কর্মী ফয়সল আহমদ। তিনি তালিমপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন যুবলীগ কর্মী সুরমান আলী ওরফে সায়মন। তিনি মুছেলগুল গ্রামের বাসিন্দা।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল’ চলাকালে বড়লেখায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা হয়। হামলায় পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার গুরুতর আহত হন।
ঘটনার ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি এবং ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর মধ্যে সুরমান আলীকে মামলায় ২৫ নম্বর এবং ফয়সল আহমদকে ৩৮ নম্বর আসামি করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পৃথক অভিযানে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে আদালতে তোলার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছাত্রলীগ কর্মী ফয়সল আহমদ। তিনি তালিমপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন যুবলীগ কর্মী সুরমান আলী ওরফে সায়মন। তিনি মুছেলগুল গ্রামের বাসিন্দা।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল’ চলাকালে বড়লেখায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা হয়। হামলায় পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার গুরুতর আহত হন।
ঘটনার ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি এবং ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর মধ্যে সুরমান আলীকে মামলায় ২৫ নম্বর এবং ফয়সল আহমদকে ৩৮ নম্বর আসামি করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।
৭ মিনিট আগেএকসময় দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের খাবার হিসেবে পরিচিত ছিল মিষ্টি আলু। সময়ের ব্যবধানে এখন সেই আলু বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশে রপ্তানি করছেন কৃষকেরা। শেরপুরের চরাঞ্চলে উৎপাদিত আলু যাচ্ছে জাপানে। সরাসরি খেত থেকে এগুলো কিনে নিচ্ছে এক জাপানি প্রতিষ্ঠান। ফলে দিন দিন বাড়ছে চাষের পরিমাণ।
২০ মিনিট আগেবাগেরহাটে আশঙ্কাজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে বিদ্যুৎবিহীন থেকে ভোগান্তির পাশাপাশি নতুন ট্রান্সফরমার সংযোজনে লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ও গ্রাহকদের। এতে আতঙ্কে রয়েছেন গ্রাহকেরা। এদিকে চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করলেও কোনো আসামি গ্রেপ্তার করতে...
২২ মিনিট আগেরাজধানী ঢাকা থেকে ৭০ মাইল দূরে কিশোরগঞ্জের করিমগঞ্জে ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়টি। মাত্র দুই বছরের মধ্যে শিক্ষার্থীদের আসন বাড়ে ২০ শতাংশ। এর পর থেকে অব্যাহতভাবে বেড়ে চার শিক্ষাবর্ষের মধ্যেই আসন বৃদ্ধি পায় ৮০ শতাংশ। অথচ সরকারি বিধিবিধান অনুযায়ী মেডিকেল কলেজটির অন্তত...
২৯ মিনিট আগে