বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
সিলেটেরে বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার পরিচালক (মুহতামিম) হাফিজ আব্দুর রহিমকে (৫৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই শিক্ষক। পরে বিচারক অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বুধবার দুপুরে বিজিবি সদস্যরা মাদ্রাসার পরিচালককে আটকের পর ওই দিন রাতে তাঁকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেন। অভিযুক্ত হাফিজ আব্দুর রহিমের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামে। তিনি বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রের পরিবার ও মামলার সূত্রে জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সদস্যের ছেলে হযরত হায়দর (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র (১৫)। সম্প্রতি ওই ছাত্র মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। তার পরিবার মাদ্রাসায় না যাওয়া কারণ জানতে চাইলে সে বলাৎকারের বিষয়টি জানায়। এরপর তার বাবা বিজিবি ৫২ ব্যাটালিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করেন। বুধবার দুপুরে মাদ্রাসার পরিচালক হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার সত্যতা ও ভুক্তভোগী ছাত্রের মৌখিক জবানবন্দি নেওয়ার পর রাতে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। এ সময় ওই মাদ্রাসা ছাত্রের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, মাদ্রাসার পরিচালককে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করার পর এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ দিকে গত মঙ্গলবার দিবাগত রাতে মাদ্রাসা ছাত্র বলাৎকার ঘটনায় পরিচালক হাফিজ আব্দুর রহিমকে পৌর কিচেন মার্কেটে আটকে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ওই মাদ্রাসার ছাত্ররা উত্তেজিত হয়ে রাত ১২টার দিকে পৌরশহরে স্বতন্ত্রভাবে অবস্থান নেয়। পৌর কিচেন মার্কেটে সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের ব্যক্তিগত অফিসে ছাত্ররা ঘেরাও করে হামলা চালায়। পরে পৌর মেয়র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে মাদ্রাসা ছাত্ররা পৌর কিচেন মার্কেট ত্যাগ করেন।
সিলেটেরে বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার পরিচালক (মুহতামিম) হাফিজ আব্দুর রহিমকে (৫৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই শিক্ষক। পরে বিচারক অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বুধবার দুপুরে বিজিবি সদস্যরা মাদ্রাসার পরিচালককে আটকের পর ওই দিন রাতে তাঁকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেন। অভিযুক্ত হাফিজ আব্দুর রহিমের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামে। তিনি বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রের পরিবার ও মামলার সূত্রে জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সদস্যের ছেলে হযরত হায়দর (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র (১৫)। সম্প্রতি ওই ছাত্র মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। তার পরিবার মাদ্রাসায় না যাওয়া কারণ জানতে চাইলে সে বলাৎকারের বিষয়টি জানায়। এরপর তার বাবা বিজিবি ৫২ ব্যাটালিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করেন। বুধবার দুপুরে মাদ্রাসার পরিচালক হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার সত্যতা ও ভুক্তভোগী ছাত্রের মৌখিক জবানবন্দি নেওয়ার পর রাতে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। এ সময় ওই মাদ্রাসা ছাত্রের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, মাদ্রাসার পরিচালককে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করার পর এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ দিকে গত মঙ্গলবার দিবাগত রাতে মাদ্রাসা ছাত্র বলাৎকার ঘটনায় পরিচালক হাফিজ আব্দুর রহিমকে পৌর কিচেন মার্কেটে আটকে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ওই মাদ্রাসার ছাত্ররা উত্তেজিত হয়ে রাত ১২টার দিকে পৌরশহরে স্বতন্ত্রভাবে অবস্থান নেয়। পৌর কিচেন মার্কেটে সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের ব্যক্তিগত অফিসে ছাত্ররা ঘেরাও করে হামলা চালায়। পরে পৌর মেয়র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে মাদ্রাসা ছাত্ররা পৌর কিচেন মার্কেট ত্যাগ করেন।
গাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
২ মিনিট আগেবিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
২২ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
২৩ মিনিট আগেমাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৩৪ মিনিট আগে