কুলাউড়ায় টিলা কাটার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৩: ১৩
Thumbnail image
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় টিলা কাটাসহ বালু ও মাটি তোলার দায়ে আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডিত ব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, জয়চণ্ডীর মলাংগি এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কাটা এবং এর কাছেই আবাসিক এলাকার ভেতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েক দিন অভিযান চালিয়েও তাঁকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আজ ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে থানা-পুলিশের একটি দল সহায়তা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত