হত্যা মামলায় সিলেটে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

  সিলেট প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২০: ০০
হত্যা মামলায় সিলেটে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব–৯)। আজ বুধবার সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।

র‍্যাব জানায়, সিলেটে কলেজছাত্র পংকজ কুমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রফিক আলী। গত ৫ আগস্ট নগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হামলা ও গুলিবর্ষণ করেন। এতে পংকজ কুমার গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

পরে নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘এছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে। গ্রেপ্তারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত