হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৫: ২২
Thumbnail image

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ও বর্তমান ৩১ জন শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার বাকি দুজনের বয়স কম হওয়ায় তাদের জন্য শিশু আদালতে জামিন চাইবেন আইনজীবীরা। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃতদের আইনজীবীরা সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে জামিন চাইলে বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন আবেদন মঞ্জুর করেন। 

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সোমবার বিকেলে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি করে। আসামিদের আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠান। 

আজ আসামিদের জামিনের পর আসামিপক্ষের এক আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত