পদত্যাগ করলেন সিসিবি চেয়ারম্যান প্রদীপ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২৩
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩৫

অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (সিসিবি) চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী। গতকাল রোববার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে আজ সোমবার মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১৯ আগস্ট ‘সিসিবি চেয়ারপারসনের যত দুর্নীতি’ শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তাঁর অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের পর একে একে সবাই মুখ খুলতে শুরু করেছেন। বাণিজ্য, জনপ্রশাসন ও দুদকে লিখিত অভিযোগ করেন তাঁরা। এসব অভিযোগের তদন্ত শুরু হচ্ছে এমন খবরে তিনি তড়িঘড়ি করে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। 

এদিকে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রদীপ রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগগুলো বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পর আমাদের জানাতে বলেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত