Ajker Patrika

কমলগঞ্জে মণিপুরীদের রাস উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে মণিপুরীদের রাস উৎসব

দেশের সবচেয়ে বড় রাস উৎসব পালিত হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আজ শুক্রবার কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলাকে কেন্দ্র করে চলে নানা আয়োজন।

সরেজমিনে দেখা যায়, মহারাসলীলা উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মণিপুরি মী-তৈ সম্প্রদায়ের ৩৬ তম এবং নয়াপত্তন যাদু ঠাকুর মন্ডপপ্রাঙ্গণে ৬ষ্ঠ বারের মতো মহারাসোৎসব শুরু হয়েছে। মহারাসলীলা দেখতে সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মণিপুরী পাড়াগুলো। রংবেরঙের পোশাক আর বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে সকল শ্রেণি পেশার মানুষকে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপে মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে ১৭৯ তম রাসউৎসব আয়োজন করা হয়। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষের সম্মান রেখে আমরা কাজ করব। এ ছাড়া মণিপুরী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।’ 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত