প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।
খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে