প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।
খাসিয়া, শান্তি, মন্টু, মিষ্টি, বাংলা, রাজশাহী, চাঁদপুরী রং-বেরঙের পানের জন্য শায়েস্তাগঞ্জের এই পানের আড়ত হবিগঞ্জ জেলায় বিখ্যাত। রাজশাহী, ভেড়ামারা, কুষ্টিয়া, কচুয়া মুড়াসহ ভারতের এলসি করা পান এই আড়তে আসে। এ ছাড়া আল্লাহর দান, গন্দেশ্বরী, লোকনাথ, হাজী সুরত আলী, ঠাকুরবানী, অমৃত, ঝন্টু, জননী, তোতা মিয়ার পানের আড়ত ৭০ বছর ধরে পানের ব্যবসা করে আসছে।
শায়েস্তাগঞ্জের পানের আড়ত থেকে পান হবিগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারেও এখান থেকে সরবরাহ করা হতো। পাকিস্তান আমল থেকে ট্রেনে করে পান আসত। বর্তমানে সে বাজার এখন ছোট হয়ে আসছে। কেবল ট্রাকে করে ১৫ থেকে ১৬ বান্ডিল পান আসে। একটি বান্ডিলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ বিড়া পান থাকে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ ৪৪ হাজার বীরা পান বিক্রি হয়।
প্রতি বান্ডিল পানের দাম বর্তমান বাজারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই শায়েস্তাগঞ্জের আড়তে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি হয়। প্রতিটি দোকানে ৪ থেকে ৫ জন করে (বেচালদার) কর্মচারী কাজ করেন। ৪০ থেকে ৫০ জনের মতো লোক সরাসরি আড়তের সঙ্গে যুক্ত আছেন। প্রতিটি পানের আড়ত থেকে ৩৫ থেকে ৪০ জনের মতো খরিদ্দার প্রতিদিন পান ক্রয় করে গ্রামগঞ্জে বিক্রি করেন। প্রায় ৩৫০ জন খরিদ্দার আড়তের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রতিদিন পান ক্রয় করে খুচরা বিক্রয়ের জন্য নিয়ে যান।
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।
পানের আড়ত সমিতির সভাপতি সেলিম মিয়া বলেন, বাজারের মূল সড়কের ওপরে আমাদের পান বিক্রি করতে হয়। অনেক সময় গাড়ির জটলা বেঁধে যায়। পৌর পরিষদের পক্ষ থেকে আমাদের যদি আলাদা করে একটি সেট বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে পারব।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু বলেন, এই পানের আড়তটি ইতিহাস-ঐতিহ্যের এবং গৌরবের। প্রায় ৫ শতাধিক লোক এখানে কাজ করে জীবনধারণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়ে আমাদের ব্যবসায় সহযোগিতা করা উচিত।
বরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
৫ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে