মৌলভীবাজার প্রতিনিধি
অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে গেছে বিএসএফ। আজ সোমবার ভোরে উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তাঁদের।
ওই দুই বাংলাদেশির মধ্যে জাহাঙ্গীর আলমের (২৪) বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায়, অপরজন হৃদয় শেখ (২৪) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী দুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুলাই জাহাঙ্গীর আলম ও হৃদয় শেখ খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা যাওয়ার পথে টিকিট না থাকায় কাঞ্চন কর্নার নামক স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে গণপিটুনি দেওয়া হয়। তারপর স্থানীয় থানায় হস্তান্তর করা হয় তাঁদের। সেখানে দুই রাত রেখে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিএসএফ তাঁদের ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলার দাগ নালাপুঞ্জি নামক গেট দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। আজ সোমবার ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজন তাঁদের দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে তাঁদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁদের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।
অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে গেছে বিএসএফ। আজ সোমবার ভোরে উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তাঁদের।
ওই দুই বাংলাদেশির মধ্যে জাহাঙ্গীর আলমের (২৪) বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায়, অপরজন হৃদয় শেখ (২৪) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী দুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুলাই জাহাঙ্গীর আলম ও হৃদয় শেখ খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা যাওয়ার পথে টিকিট না থাকায় কাঞ্চন কর্নার নামক স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে গণপিটুনি দেওয়া হয়। তারপর স্থানীয় থানায় হস্তান্তর করা হয় তাঁদের। সেখানে দুই রাত রেখে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিএসএফ তাঁদের ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলার দাগ নালাপুঞ্জি নামক গেট দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। আজ সোমবার ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজন তাঁদের দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে তাঁদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁদের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।
বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
২৯ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
১ ঘণ্টা আগে