হবিগঞ্জে অটোরিকশা চালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১৭: ৩৮

হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল জলিলকে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইলিয়াছ মিয়া (৩৪)। শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার ছালেহ আহমদের (কনা মিয়া) ছেলে তিনি।

২০১১ সালের ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহুবল উপজেলার ইসলামাবাদ গ্রামের আব্দুল্লাহর মিয়ার বাড়ির উঠানে আব্দুল জলিলের লাশ পাওয়া যায়। নিহতের বুকে ও কোমড়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই খলিলুর রহমান বাদী হয়ে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ইলিয়াছকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানায়, গন্তব্যস্থলে যাওয়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল জলিলের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তিনি ধারালো ছোড়া দিয়ে তাঁকে হত্যা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১০ আগস্ট আমলি আদালতে ইলিয়াছকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেয়।

আদালতে দেওয়া ১৬৪ ধরায় জবানবন্দিতেও হত্যার দায় স্বীকার করেন ইলিয়াছ। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে ১৮ জুলাই কারাগারে থাকা ইলিয়াছ মিয়া হাজতি হবিগঞ্জের সাবেক মেয়র ও জেলা বিএনপির নেতা জিকে গউছকে বালতির স্টিলের হ্যান্ডল দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জিকে গউছের দাবি হত্যার উদ্দেশ্যে সাবেক এমপি আবু জাহিরের নির্দেশে ইলিয়াছ এ ঘটনা ঘটায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। শায়েস্তাগঞ্জ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ এলাকার ত্রাস হিসেবে পরিচিত ইলিয়াছের বিরুদ্ধে খুন-ডাকাতির আরও মামলা রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত