মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে শিশু-কিশোরের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৪, ১৫: ২১
Thumbnail image

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে হৃদয় আহমেদ (১৬) ও সাদি মিয়া (৯) নামের দুই শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামে এই ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

নিহত দুই শিশু-কিশোর হলো, পশ্চিম শ্যামেরকোনা গ্রামের টাওয়ার রোডের জমির মিয়ার ছেলে হৃদয় ও পছন মিয়ার ছেলে সাদি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ধলাই নদের চৈত্রঘাট এলাকায় বাঁধ ভেঙে চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রাম প্লাবিত হয়। আজ বৃহস্পতিবার সকালে হৃদয় ও সাদি কলাগাছের ভেলা বানিয়ে সেই পানিতে ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে ভেলা ভেঙে গেলে তারা দুজনই পানিতে তলিয়ে যায়।

ইউপি সদস্য ফজলুর রহমান আরও বলেন, স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুজনকে পানি থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত