জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালী নদীর চণ্ডীঢর খেয়াঘাট এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।
আজ বুধবার ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তির বয়স ৩০-৩৫ বছর হবে। প্রাথমিকভাবে তাঁকে চেনার উপায় নেই। আজ বুধবার সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধির মাধ্যমে আলামত সংগ্রহ শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালী নদীর চণ্ডীঢর খেয়াঘাট এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।
আজ বুধবার ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তির বয়স ৩০-৩৫ বছর হবে। প্রাথমিকভাবে তাঁকে চেনার উপায় নেই। আজ বুধবার সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধির মাধ্যমে আলামত সংগ্রহ শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুজন প্রকল্প পরিচালকের (পিডি) দুটি দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক ঠিকাদার। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা কয়েক হাজার শিডিউল কিনেছিলেন। প্রতিটি শিডিউলের মূল্য ছিল এক হাজার টাকা। এই টাকা আ
৫ ঘণ্টা আগেপাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত ও বিএনপি-সমর্থিত কিছু লোক ঘর স্থাপন করা ওই জমি নিজেদের দাবি করে পরিবারগুলোকে জোর করে তুলে দিয়েছে। একই সঙ্গে ঘর ভেঙে সবকি
৫ ঘণ্টা আগেবাবা আনারুল ইসলাম খেতে দিনমজুরের কাজ করেন। শারীরিকভাবেও অসুস্থ। মা শিল্পী খাতুন বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করেন। এভাবেই চলছে সংসার। এই পরিবারের সন্তান মো. মেহেদী হাসান অভাব-অনটন জয় করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর সাফল্যে পরিবারে খুশির বন্যা বয়ে গেলেও পড়াশোনার খরচ চালিয়ে নে
৫ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রকল্পে ব্যবহারের অজুহাতে কুশিয়ারা নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন; যা অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে ফসল রক্ষা বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ ১৫০ কোটি টাকার রানীগঞ্জ সেতু।
৫ ঘণ্টা আগে