কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বকেয়া মজুরি ও প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রায় দেড় হাজার চা-শ্রমিক। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কুরমা চা-বাগান ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন চা-শ্রমিকেরা।
ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন কুরমা চা-বাগানে ২০ দিন ধরে বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, রেশন ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন চা-শ্রমিকেরা। অন্যদিকে একই দাবিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর, চাম্পারায়, বাঘাছড়া, পদ্মছড়া চা-বাগানে চা-শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান না করায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
মানববন্ধনে কুরমা চা-বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাসী বলেন, ‘চা-বাগানের শ্রমিকদের ২০ দিন ধরে মজুরি বন্ধ রয়েছে। শুধু মজুরি নয়, তাদের রেশন ও চিকিৎসাসেবাও বন্ধ রয়েছে, হাসপাতালগুলোতে ওষুধ নেই। এ ছাড়া ১৫ মাস ধরে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকেরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবন যাপন করছে। অনেক দোকানি বাকি দিতে চাইছে না। দ্রুত বকেয়া মজুরি দেওয়া না হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধনে চা-শ্রমিক মুক্তার রানী বাউরী বলেন, ‘মজুরি বন্ধ দুই সপ্তাহের ওপরে। পরিবারের লোকজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
আরেক শ্রমিক সাথী বিলাস বলেন, ‘মজুরি বন্ধ থাকায় বাগানের কোনো দোকানপাট থেকে বাকিতেও কোনো কিছুই কিনতে পারছি না। এভাবে মজুরি বন্ধ থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হক, পঞ্চায়েত সদস্য নওশাদ আহমেদ, বালক দাস পাইনকা, চা-শ্রমিক সন্ধ্যা বুনার্জী, প্রদীপ রজক, যোগেষ রজত, দিলীপ পাইনকা, চা–নেত্রী গীতা রানী কানু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘চা-বাগানের শ্রমিকদের দুই সপ্তাহের বেশি সময় ধরে মজুরি বন্ধ রয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকেরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। আগামী সোমবারের মধ্যে আমাদের বকেয়া মজুরি দেওয়া না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন চা–শ্রমিকেরা।’
কুরমা চা–বাগানের ব্যবস্থাপক ইউসুফ খান বলেন, ‘কোম্পানির পরিচালনা পরিষদ ভেঙে গেছে। তাই সমস্যা হচ্ছে। পুনরায় পরিচালনা পরিষদ গঠন হলে সমস্যা থাকবে না।’
বকেয়া মজুরি ও প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রায় দেড় হাজার চা-শ্রমিক। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কুরমা চা-বাগান ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন চা-শ্রমিকেরা।
ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন কুরমা চা-বাগানে ২০ দিন ধরে বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, রেশন ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন চা-শ্রমিকেরা। অন্যদিকে একই দাবিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর, চাম্পারায়, বাঘাছড়া, পদ্মছড়া চা-বাগানে চা-শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান না করায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
মানববন্ধনে কুরমা চা-বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাসী বলেন, ‘চা-বাগানের শ্রমিকদের ২০ দিন ধরে মজুরি বন্ধ রয়েছে। শুধু মজুরি নয়, তাদের রেশন ও চিকিৎসাসেবাও বন্ধ রয়েছে, হাসপাতালগুলোতে ওষুধ নেই। এ ছাড়া ১৫ মাস ধরে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকেরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবন যাপন করছে। অনেক দোকানি বাকি দিতে চাইছে না। দ্রুত বকেয়া মজুরি দেওয়া না হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধনে চা-শ্রমিক মুক্তার রানী বাউরী বলেন, ‘মজুরি বন্ধ দুই সপ্তাহের ওপরে। পরিবারের লোকজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
আরেক শ্রমিক সাথী বিলাস বলেন, ‘মজুরি বন্ধ থাকায় বাগানের কোনো দোকানপাট থেকে বাকিতেও কোনো কিছুই কিনতে পারছি না। এভাবে মজুরি বন্ধ থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হক, পঞ্চায়েত সদস্য নওশাদ আহমেদ, বালক দাস পাইনকা, চা-শ্রমিক সন্ধ্যা বুনার্জী, প্রদীপ রজক, যোগেষ রজত, দিলীপ পাইনকা, চা–নেত্রী গীতা রানী কানু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘চা-বাগানের শ্রমিকদের দুই সপ্তাহের বেশি সময় ধরে মজুরি বন্ধ রয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকেরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। আগামী সোমবারের মধ্যে আমাদের বকেয়া মজুরি দেওয়া না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন চা–শ্রমিকেরা।’
কুরমা চা–বাগানের ব্যবস্থাপক ইউসুফ খান বলেন, ‘কোম্পানির পরিচালনা পরিষদ ভেঙে গেছে। তাই সমস্যা হচ্ছে। পুনরায় পরিচালনা পরিষদ গঠন হলে সমস্যা থাকবে না।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুজন প্রকল্প পরিচালকের (পিডি) দুটি দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক ঠিকাদার। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা কয়েক হাজার শিডিউল কিনেছিলেন। প্রতিটি শিডিউলের মূল্য ছিল এক হাজার টাকা। এই টাকা আ
৫ ঘণ্টা আগেপাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত ও বিএনপি-সমর্থিত কিছু লোক ঘর স্থাপন করা ওই জমি নিজেদের দাবি করে পরিবারগুলোকে জোর করে তুলে দিয়েছে। একই সঙ্গে ঘর ভেঙে সবকি
৫ ঘণ্টা আগেবাবা আনারুল ইসলাম খেতে দিনমজুরের কাজ করেন। শারীরিকভাবেও অসুস্থ। মা শিল্পী খাতুন বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করেন। এভাবেই চলছে সংসার। এই পরিবারের সন্তান মো. মেহেদী হাসান অভাব-অনটন জয় করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর সাফল্যে পরিবারে খুশির বন্যা বয়ে গেলেও পড়াশোনার খরচ চালিয়ে নে
৫ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রকল্পে ব্যবহারের অজুহাতে কুশিয়ারা নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন; যা অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে ফসল রক্ষা বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ ১৫০ কোটি টাকার রানীগঞ্জ সেতু।
৫ ঘণ্টা আগে