কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
Thumbnail image
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিপেন মুন্ডা কুরমা চা–বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে। লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন। এ সময় তাঁর শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি কমলগঞ্জ থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা আছে কি না তা আমার জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে আমরা মামলা করব।’

ওসি ইফতেখার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দীপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত