জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের বাধা, পাল্টা হামলায় ওসিসহ দুজন আহত

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২২, ১৬: ৫৪
আপডেট : ১৭ মে ২০২২, ১৯: ৪৩

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ওসিসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত-শিবিরের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজার এলাকার আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গণকমিশনে ধর্ম ব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুজনকে আটক করে। 

হামলার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশএ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত