মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. কাঁচা মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠান সেখানকার চিকিৎসকেরা।
কাঁচা মিয়া উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কাঁচা মিয়ার ছেলে মতিউর রহমান (৩২) এবং অপর পক্ষের সুবাহান (৬৫) ও সুবাহানের ভাতিজা সিকান্দর (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা মিয়া ও সুবাহানের পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় কাঁচা মিয়া তাঁর তিনটি গরু সুবাহানের পারিবারিক কবরস্থানে রেখে আসেন। এ নিয়ে কাঁচা মিয়ার সঙ্গে সুবাহানের ছেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কাঁচা মিয়া গুরুতর আহত হন। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তাঁর মৃত্যু হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, ‘মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. কাঁচা মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠান সেখানকার চিকিৎসকেরা।
কাঁচা মিয়া উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কাঁচা মিয়ার ছেলে মতিউর রহমান (৩২) এবং অপর পক্ষের সুবাহান (৬৫) ও সুবাহানের ভাতিজা সিকান্দর (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা মিয়া ও সুবাহানের পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় কাঁচা মিয়া তাঁর তিনটি গরু সুবাহানের পারিবারিক কবরস্থানে রেখে আসেন। এ নিয়ে কাঁচা মিয়ার সঙ্গে সুবাহানের ছেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কাঁচা মিয়া গুরুতর আহত হন। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তাঁর মৃত্যু হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, ‘মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
১ ঘণ্টা আগে