Ajker Patrika

ছাতকে বালু চাপায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ১ 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে বালু চাপায় ২ শ্রমিকের মৃত্যু, আহত ১ 

সুনামগঞ্জের ছাতকে কার্গোতে বালু বোঝাই করার সময় বালুর চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১ শ্রমিক। আজ বৃহস্পতিবার বিকেলে ছাতক শহরের সুরমা নদীর তীরবর্তী চৌকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

বালু চাপায় নিহত শ্রমিক রুবেল মিয়া (২৬) উপজেলার নেয়ারাই ইউনিয়নের কুমারদানী গ্রামের আলী আমজাদের ছেলে এবং অপর নিহত সামছুজ্জামান (১৬) একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত কুমারদানী  গ্রামের জাকির আহমদকে (২১) ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে লেবার সর্দার ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলীর হয়ে চৌকিত্তা এলাকায় ডাম্পিং করা একটি বালুর সাইডে অন্যান্যদের সঙ্গে তারাও শ্রমিকের কাজ করছিল। এখানে একটি জাহাজে বালু লোডিং করার সময় হঠাৎ বালুর স্তূপটি ধসে পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকেরা নিরাপদ দূরত্বে সরে গেলেও বালুর নিচে চাপা পড়ে রুবেল, সামছুজ্জামান ও জাকির। এ পর্যায়ে সহকর্মীরা বালুর নিচ থেকে তাদের উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রুবেল মিয়া ও সামছুজ্জামাকে মৃত ঘোষা করেন।   

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত