নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে যৌথ বাহিনীর অভিযানে সরকারি ওষুধ, জন্মনিরোধক পিলসহ বেশ কিছু স্বাস্থ্য সামগ্রী এবং নগদ টাকা জব্দের ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক তিন ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার তাঁদের আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও নূরপুর গ্রামের সাবুল আহমদের স্ত্রী সেলিনা আক্তার, ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পাক আক্তার চৌধুরী এবং মাইজগাঁও ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী শিল্পী রানী বিশ্বাসকে আসামি করা হয়েছে। গত শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে সরকারি বরাদ্দের ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নূরপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সেলিনা আক্তারের বাড়ির খাটের নিচ থেকে দুই কার্টন ওষুধ, বেশ কিছু সামগ্রী এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ওষুধগুলোর প্যাকেটের গায়ে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি, বিক্রয়ের জন্য নহে’—এমন কথা উল্লেখ করা রয়েছে। এ সময় সেলিনা আক্তারকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাক আক্তার চৌধুরী ও শিল্পী রানী বিশ্বাসকে আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওষুধ, স্বাস্থ্য সামগ্রী ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটককৃত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রোববার তাঁদের আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সিলেটে যৌথ বাহিনীর অভিযানে সরকারি ওষুধ, জন্মনিরোধক পিলসহ বেশ কিছু স্বাস্থ্য সামগ্রী এবং নগদ টাকা জব্দের ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক তিন ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার তাঁদের আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও নূরপুর গ্রামের সাবুল আহমদের স্ত্রী সেলিনা আক্তার, ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পাক আক্তার চৌধুরী এবং মাইজগাঁও ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী শিল্পী রানী বিশ্বাসকে আসামি করা হয়েছে। গত শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে সরকারি বরাদ্দের ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নূরপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সেলিনা আক্তারের বাড়ির খাটের নিচ থেকে দুই কার্টন ওষুধ, বেশ কিছু সামগ্রী এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ওষুধগুলোর প্যাকেটের গায়ে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি, বিক্রয়ের জন্য নহে’—এমন কথা উল্লেখ করা রয়েছে। এ সময় সেলিনা আক্তারকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাক আক্তার চৌধুরী ও শিল্পী রানী বিশ্বাসকে আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওষুধ, স্বাস্থ্য সামগ্রী ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটককৃত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রোববার তাঁদের আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুজন প্রকল্প পরিচালকের (পিডি) দুটি দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক ঠিকাদার। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা কয়েক হাজার শিডিউল কিনেছিলেন। প্রতিটি শিডিউলের মূল্য ছিল এক হাজার টাকা। এই টাকা আ
২ ঘণ্টা আগেপাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত ও বিএনপি-সমর্থিত কিছু লোক ঘর স্থাপন করা ওই জমি নিজেদের দাবি করে পরিবারগুলোকে জোর করে তুলে দিয়েছে। একই সঙ্গে ঘর ভেঙে সবকি
২ ঘণ্টা আগেবাবা আনারুল ইসলাম খেতে দিনমজুরের কাজ করেন। শারীরিকভাবেও অসুস্থ। মা শিল্পী খাতুন বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করেন। এভাবেই চলছে সংসার। এই পরিবারের সন্তান মো. মেহেদী হাসান অভাব-অনটন জয় করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর সাফল্যে পরিবারে খুশির বন্যা বয়ে গেলেও পড়াশোনার খরচ চালিয়ে নে
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রকল্পে ব্যবহারের অজুহাতে কুশিয়ারা নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন; যা অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে ফসল রক্ষা বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ ১৫০ কোটি টাকার রানীগঞ্জ সেতু।
২ ঘণ্টা আগে