শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় গত সোমবার পাহাড়ি ঢলের স্রোতে দুই সন্তানসহ মা নদীতে নিখোঁজ হন। এই ঘটনার পরদিন মায়ের লাশ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার এক সন্তানের লাশ উপজেলার ছায়ার হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর আরেক সন্তান এখনো নিখোঁজ রয়েছে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শাল্লা ব্রিজ সংলগ্ন বাহাড়া রোড থেকে ব্রিজে উঠার সময় সড়কে স্রোতের তোড়ে দাঁড়াইন নদীতে ডুবে যান দুর্লভ রানী দাস (৩০) এবং তাঁর মেয়ে জবা রানী দাস (৭) ও ছেলে বিজয় চন্দ্র দাস (৫)। গত মঙ্গলবার দুর্লভের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। এরপর আজ জবার লাশ উদ্ধার করা হয়েছে। দুর্লভ রানী উপজেলার বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ছায়ার হাওর থেকে জবা রাণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাই বিজয় দাসের সন্ধান এখনো পাওয়া যায়নি।’
ওসি আমিনুল আরও বলেন, ‘আজ দুপুর ১টার দিকে নেত্রকোনার খালিয়াজুড়ি সীমানার হুনাকান্দা নামক স্থানে ছায়ার হাওরে জবার লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন খালিয়াজুড়ি থানা-পুলিশে খবর দেন। এরপর শাল্লা থানা-পুলিশ জবা বাবা রথীন্দ্র দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে উদ্ধার করে।’
মেয়ের লাশ উদ্ধার হলেও ছেলের সন্ধান এখনো পাননি বলে জানান রথীন্দ্র দাস। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল একদিন উদ্ধারের কাজ করেছে। পরে আমার দুই শিশুর সন্ধান না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। ঘটনার তিন দিন পর আমার মেয়ের লাশ ছায়ার হাওরে ভেসে উঠেছে।’
সুনামগঞ্জের শাল্লায় গত সোমবার পাহাড়ি ঢলের স্রোতে দুই সন্তানসহ মা নদীতে নিখোঁজ হন। এই ঘটনার পরদিন মায়ের লাশ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার এক সন্তানের লাশ উপজেলার ছায়ার হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর আরেক সন্তান এখনো নিখোঁজ রয়েছে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শাল্লা ব্রিজ সংলগ্ন বাহাড়া রোড থেকে ব্রিজে উঠার সময় সড়কে স্রোতের তোড়ে দাঁড়াইন নদীতে ডুবে যান দুর্লভ রানী দাস (৩০) এবং তাঁর মেয়ে জবা রানী দাস (৭) ও ছেলে বিজয় চন্দ্র দাস (৫)। গত মঙ্গলবার দুর্লভের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। এরপর আজ জবার লাশ উদ্ধার করা হয়েছে। দুর্লভ রানী উপজেলার বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ছায়ার হাওর থেকে জবা রাণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাই বিজয় দাসের সন্ধান এখনো পাওয়া যায়নি।’
ওসি আমিনুল আরও বলেন, ‘আজ দুপুর ১টার দিকে নেত্রকোনার খালিয়াজুড়ি সীমানার হুনাকান্দা নামক স্থানে ছায়ার হাওরে জবার লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন খালিয়াজুড়ি থানা-পুলিশে খবর দেন। এরপর শাল্লা থানা-পুলিশ জবা বাবা রথীন্দ্র দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে উদ্ধার করে।’
মেয়ের লাশ উদ্ধার হলেও ছেলের সন্ধান এখনো পাননি বলে জানান রথীন্দ্র দাস। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল একদিন উদ্ধারের কাজ করেছে। পরে আমার দুই শিশুর সন্ধান না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। ঘটনার তিন দিন পর আমার মেয়ের লাশ ছায়ার হাওরে ভেসে উঠেছে।’
সাতক্ষীরার তালা উপজেলায় নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ মিনিট আগেউত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
২৪ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৩৭ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১ ঘণ্টা আগে