শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় দুই পক্ষের সংঘর্ষে শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হাবিবুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাতপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান শাল্লা সদরের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দুই পক্ষে সংঘর্ষ বাধলে তাদের থামাতে গিয়ে বল্লমবিদ্ধ হন তিনি। পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুঞ্জয় পাল সাগর তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) হালিম উদ্দিন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গ্রেপ্তারের ভয়ে আহত অন্যরা গোপনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে সাবেক মেম্বার নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, বাজারের সরকারি রাস্তার পাশে মুজিবুর রহমানের জায়গায় ইউসুফ মিয়ার লোকজন ঘর নির্মাণ করেন। এই কাজে মুজিবুর রহমান বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়। হাবিবুর রহমান সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন। এই সময় বল্লমবিদ্ধ হয়ে তিনি মারা যান।
কাশেম মিয়া নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, দুই পক্ষে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বটা মূলত মুজিবুর রহমানের জায়গায় জোর করে ঘর নির্মাণকে কেন্দ্র করে। এর জের ধরেই আজ এই হামলার ঘটনা ঘটে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার পক্ষে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গেলে উভয় পক্ষের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সুনামগঞ্জের শাল্লায় দুই পক্ষের সংঘর্ষে শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হাবিবুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাতপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান শাল্লা সদরের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দুই পক্ষে সংঘর্ষ বাধলে তাদের থামাতে গিয়ে বল্লমবিদ্ধ হন তিনি। পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুঞ্জয় পাল সাগর তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) হালিম উদ্দিন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গ্রেপ্তারের ভয়ে আহত অন্যরা গোপনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে সাবেক মেম্বার নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, বাজারের সরকারি রাস্তার পাশে মুজিবুর রহমানের জায়গায় ইউসুফ মিয়ার লোকজন ঘর নির্মাণ করেন। এই কাজে মুজিবুর রহমান বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়। হাবিবুর রহমান সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন। এই সময় বল্লমবিদ্ধ হয়ে তিনি মারা যান।
কাশেম মিয়া নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, দুই পক্ষে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বটা মূলত মুজিবুর রহমানের জায়গায় জোর করে ঘর নির্মাণকে কেন্দ্র করে। এর জের ধরেই আজ এই হামলার ঘটনা ঘটে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার পক্ষে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গেলে উভয় পক্ষের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
৩৯ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
৩ ঘণ্টা আগে