নিজস্ব প্রতিবেদক, সিলেট
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তা ও তাঁর সহযোগী তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাস। বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার শাল্লার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে চব্বিশা গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারসহ চারজন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটক করে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগ সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় চব্বিশা গ্রামে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য এজাহার তৈরি করা হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লোকজন তৎপর রয়েছে।’
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তা ও তাঁর সহযোগী তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাস। বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার শাল্লার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে চব্বিশা গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারসহ চারজন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটক করে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগ সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় চব্বিশা গ্রামে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য এজাহার তৈরি করা হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লোকজন তৎপর রয়েছে।’
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
১১ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১ ঘণ্টা আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১ ঘণ্টা আগে