মাধবপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা আরোহী যুবকের

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৪: ৪২
Thumbnail image
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে মাধবপুরে যাচ্ছিল। পথে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি গাড়ি ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাতে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সাইদুল (২৪) ও চান্দু মিয়া (১৭) নামের আরও দুজন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহমুদুল হক আরও বলেন, লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত