Ajker Patrika

হবিগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০: ৪৪
হবিগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার সন্ধ্যায় শেভরণ বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান রাষ্ট্রদূত পিটার হাসের বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন। 

শেভরন বাংলাদেশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শনে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। 

পরে বিবিয়ানা ও শেভরনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন পিটার হাস। পরিদর্শনকালে শেভরন কর্তৃক পরিচালিত এসএসকেএস নামে একটি ক্লিনিক এবং ফার্মেসিও পরিদর্শন করেন তিনি। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, বিবিয়ানা গ্যাসফিল্ডে মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে গ্যাস ফিল্ডের ভেতরে তিনি কি করেছেন তা আমরা জানি না। 

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, ‘মার্কিন মালিকানাধীন কোম্পানি শেভরন বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। নতুন কোনো রাষ্ট্রদূত আসলে তারা মার্কিন মালিকানাধীন শেভরন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সফর করে থাকেন। এরই ধারাবাহিকতায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত