Ajker Patrika

বানিয়াচংয়ের তিন ইউনিয়নে ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
বানিয়াচংয়ের তিন ইউনিয়নে ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি নির্বাচনে ৩টি ইউনিয়নে ৪ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ধার্যকৃত দিন ছিল। অবৈধদের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী রয়েছেন। 

সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া প্রবাস থেকে লোক মারফত মনোনয়নপত্র জমাদান করেছেন। এ ক্ষেত্রে আইনের দিকনির্দেশনা লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। 

অপরদিকে, ৯ নম্বর পুকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদল হওয়ার কারণে নান্নু মিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী ফারুক মিয়ার জমাকৃত চালানের কপিতে সমস্যা থাকার কারণে তাঁর মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে। 

১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মিজানুর রহমানের বয়স ২৩ বছর ১০ মাস ২৩ দিন হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্রটিও বৈধ নয় বলে ঘোষণা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত