নবীগঞ্জে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের আহ্বান, ১৪৪ ধারা জারি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৮

হবিগঞ্জে নবীগঞ্জে একইদিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপির দুই কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই কর্মসূচি সফল করতে মাসব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভা করে আসছিল বিএনপি।

এদিকে একই সময়ে সারা দেশে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশকে সফল করতে সহযোগী অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের নতুন বাজার মোড়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা–কর্মীদের ফেসবুকে পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও বিক্ষোভ সমাবেশ দিন-তারিখ সময় পূর্ব নির্ধারিত বলে জানিয়েছে আওয়ামী লীগ নেতারা।

এ প্রসঙ্গে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আলম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টায় নতুন বাজার মোড়ে দলের সহযোগী ও অঙ্গ–সংগঠনের নেতা–কর্মীকে নিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পালন করব।’

নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনী বলেন, ‘নবীগঞ্জে যুগ–যুগ ধরে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপির দুই কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের এই কর্মসূচির তারিখ ১ মাস পূর্বে নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে প্রতি ওয়ার্ডে আমরা আলোচনা সভা করেছি। হঠাৎ করে আওয়ামী লীগ একই দিন একই সময়ে কর্মসূচি ঘোষণা করায় আমরা মনে করি আমাদের বিক্ষোভ সমাবেশে বাঁধা প্রদানের লক্ষ্যে তারা কর্মসূচির ডাক দিয়েছে। তবে শত বাঁধা আসলেও বিক্ষোভ সমাবেশ সফল করতে আমরা নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকব।’

এদিকে নবীগঞ্জ পৌর বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নবীগঞ্জ পৌরসভার নতুন বাজার (গাজীর টেক) ও গোল্ডেন প্লাজা মার্কেটের আশপাশের এলাকায় সংঘর্ষ, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামা, পারিপার্শ্বিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জরি করা হয়। এতে বলা হয়। উল্লিখিত এলাকায় শুক্রবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচির বিষয়টি অবগত হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন বলেন, ‘শহরের নতুন বাজার (গাজীর টেক) ও গোল্ডেন প্লাজা মার্কেটের আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত