হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি  
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৮
Thumbnail image
হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আজ রোববার দুপুরে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- শরীফ উদ্দীন (৩৩), মনোয়ারা বেগম (৬০), হেনা আক্তার (৩৫), মজিবুর রহমান (৩৫), মন্নান (২৪), রাতুল (২২), হাফিজুল (৪৫), জমির মিয়া (৩০), আকরম আলী (৫৫), মাসুদা বেগম (৪৫), শামীম (২২), হাকিম (৩৫), আশ্বব উদ্দীন (৩০) ও মান্না (৩২)।

স্থানীয় বাসিন্দারা জানান, বিরোধকে কেন্দ্র করে গত শনিবার রাতে মৃত ফরিদ মিয়ার ছেলে রবিউল ইসলাম ও নুর ইসলামের ছেলে জসিম উদ্দিনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আজ রোববার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত