হবিগঞ্জে শূকরের আক্রমণে নারীসহ আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২৫
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩৫

হবিগঞ্জ সদর উপজেলায় বন্য শূকরের আক্রমণে নারীসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর একজনকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শূকরটিকে গ্রামের লোকজন মেরে ফেলেছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শূকরের আক্রমণে তিনজন আহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান। তিনি বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ রাজিউড়া গ্রামের জাকির হোসেন (৪০) ও মাহমুদা খাতুন (৫৫)। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে জাকির হোসেন একটি খেতে কাজ করছিলেন। এ সময় একটি বন্য শূকর ঝোপের ভেতর দিয়ে বের হয়ে তাঁর ওপর আক্রমণ করে। তাঁকে উদ্ধার করার সময় মাহমুদা আহত হন। 

গুরুতর অবস্থায় জাকির হোসেনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় গ্রামের লোকজন শূকরটিকে পিটিয়ে মেরে ফেলেন বলে জানায় পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত