Ajker Patrika

হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ৬ 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১০: ৫২
হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ৬ 

তাহিরপুর উপজেলায় বন্যাদুর্গত ব্যক্তিদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারের ওপর থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 
 
এ সময় শতাধিক বন্যার্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ সহায়তা নিতে গেলে ওপর থেকে ছুড়ে দেওয়া হয় ত্রাণ। সবাই দৌড়াদৌড়ি করে ধরতে গেলে ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল এক লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ও মোমবাতি। 

আহত ব্যক্তিদের মধ্যে তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা ইউসুফ মিয়া, সায়েম মিয়া, লুৎফুর রহমানসহ সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তাহিরপুর থানার পুলিশের উপপরিদর্শক অপূর্ব রায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলিকপ্টার থেকে ছুড়ে দেওয়া ত্রাণসামগ্রী সবাই একসঙ্গে ধরতে গেলে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। 

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান জানান, ত্রাণসামগ্রী নিতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

বন্যার খবর সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত