Ajker Patrika

বানিয়াচংয়ে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬০, বন্দুকধারী চেয়ারম্যানের ছবি ভাইরাল

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২২, ২০: ০৩
বানিয়াচংয়ে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬০, বন্দুকধারী চেয়ারম্যানের ছবি ভাইরাল

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ তিনজন।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘ছান্দের সর্দার’ নির্ধারণ নিয়ে বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও ছান্দ সর্দার অ্যাডভোকেট নজরুল ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আজ উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হন।

বন্দুক হাতে চেয়ারম্যান ধন মিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। বানিয়াচং থানার ওসি মো. এমরান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নজরুল ইসলামের লোকজনের দাবি, ইউপি চেয়ারম্যান ধন মিয়া নিজে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন। এতে তাঁদের অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুক হাতে ধন মিয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছান্দ প্রথা কী
এক বা একাধিক গ্রাম বা মহল্লা নিয়ে একটি ‘ছান্দ’ গঠিত হয়। প্রতিটি ছান্দে একজন করে ‘সর্দার’ থাকেন। তাঁকে বলা হয় ‘ছান্দ সরদার’। ছান্দের অধীনস্থ গ্রামগুলোর ঝগড়া-বিবাদ-সমস্যার সমাধান করেন ছান্দের সর্দার। এই ছান্দ প্রথা বাংলাদেশে একমাত্র বানিয়াচংয়েই রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত