হবিগঞ্জে থানা কম্পাউন্ড থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ড থেকে পরিত্যক্ত একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার থানার সার্কেল অফিসের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। 

জানা যায়, পুলিশ কর্মকর্তারা থানার ভেতরে একটি ছালার ব্যাগে শটগান দেখতে পান। পরে সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। তবে শটগানটি পুলিশের নাকি কেউ রাতের আঁধারে ওই স্থানে রেখে গেছে, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় শটগানটি পাওয়ার পর সেটি থানা হেফাজতে রাখা হয়েছে। শটগানটি পরীক্ষা–নিরীক্ষা করে দেখা হবে এটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র, নাকি অবৈধ কোন অস্ত্র। বিষয়টি জেনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত