লবীব আহমদ, সিলেট
ভারত থেকে আনা মাদকের অন্যতম হাব হয়ে উঠেছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়ন। এখান থেকে মাদক যেমন যাচ্ছে বিভিন্ন এলাকায়, তেমনি অনেকে এসে এখানে প্রকাশ্যে মাদক সেবন করছে। এ সংকটের সমাধান চেয়ে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা মানববন্ধন করেছেন। জনপ্রতিনিধিরাও বলছেন, পুলিশের তদারকি না থাকায় দক্ষিণ রণিখাইয়ে মাদক সেবন ও বিক্রি দিন দিন আরও বাড়ছে।
গত শুক্রবার ওই ইউনিয়নের গৌরীনগর এলাকায় দেখা যায়, রাস্তার দুই পাশে পড়ে রয়েছে বহু ফেনসিডিলের বোতল। গৌরীনগর পয়েন্ট থেকে শুরু করে পিয়াইনগুল এলাকা পর্যন্ত মহাসড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটারজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মাদকের খালি বোতল। স্থানীয়রা জানান, রাতদিন এই এলাকায় অবাধে বিক্রি হয় মাদক। দাম মিটিয়ে রাস্তার ধারে প্রকাশ্যে মাদক গ্রহণ করে চলে যায় মাদকসেবীরা। কেউ কেউ গাড়িতে বসে মাদক সেবন করে ফেলে রেখে যায় বোতল।
স্থানীয়রা জানান, ভারত থেকে আসা মাদক ইউনিয়নের সুন্দাউরা, খাগাইল, গৌরীনগর, পূর্ণাছগাম ও দরাকুল গ্রামে এসে পরে সব জায়গায় পাচার হয়। এ গ্রামগুলোর মাদক কারবারিরা কোনো প্রকার বাধা ছাড়াই দিনেদুপুরে মাদকের কারবার করছে। বিভিন্ন সময় দু-একজন আটক হলেও পরে ছাড়া পেয়ে যাচ্ছে আইনের ফাঁকফোকর দিয়ে। ধরা পড়ছে না হোতারা। আগে ইউনিয়নের খাগাইল পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকলেও এখন আর সেটা নেই। এ সুযোগে কেউ কেউ বাড়িতেও মাদক মজুত করছে।
দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, ‘দক্ষিণ রণিখাই এখন মাদকের ওপেন হাটে পরিণত হয়েছে।
আমরা উদ্যোগ নিয়েও তা নির্মূল করতে পারছি না। আগে খাগাইল পয়েন্টে পুলিশ চেকপোস্ট থাকলেও এখন আর সেটা নেই। প্রশাসনের নীরব ভূমিকায় এটি দিন দিন বাড়ছেই।’
জানা যায়, উপজেলার চিকাডহর সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় সেখান থেকে অবাধে প্রবেশ করে সেগুলো। ওইখানে বিজিবিরও তেমন টহল নেই। সেখান থেকেই মাদক আসছে দক্ষিণ রণিখাইসহ অন্যান্য জায়গায়। লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও স্থানীয় বাসিন্দা ড. মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘যখন ছুটিতে বাড়িতে যাই, তখন দেখা যায় রাস্তাঘাটে হাঁটাই কঠিন। তবে সবচেয়ে বেশি শঙ্কার বিষয়, এলাকায় মাদক নির্মূলে পুলিশের সক্রিয় ভূমিকা নেই।’
কোম্পানীগঞ্জ থানা-পুলিশ জানায়, গত ছয় মাসে উপজেলায় ২৮টি মাদক মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ৯২০ বোতল ও ৬২২.৪৩ লিটার মাদক জব্দ করা হয়।
উত্তর রণিখাইয়ের ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক দক্ষিণ রণিখাইসহ সারা দেশে যায়। যারা মাদক আনে, তাদের শক্তিশালী গ্যাং আছে; যে কারণে স্থানীয়রা কথা বলতে পারে না, প্রশাসনও ততটা সাহস করতে পারে না। তারা সব সময় সশস্ত্র থাকে; যার কারণে ৪-৫ জন বিজিবি তাদের মোকাবিলা করতে পারে না।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, ‘আমরা মন্ত্রীর সঙ্গে দক্ষিণ রণিখাই গিয়েছিলাম। রাস্তার পাশে মাদকের বোতল দেখেছি এবং নির্দেশনাও পেয়েছি। আমরা আরও জোরদার পদক্ষেপ নেব।’
ভারত থেকে আনা মাদকের অন্যতম হাব হয়ে উঠেছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়ন। এখান থেকে মাদক যেমন যাচ্ছে বিভিন্ন এলাকায়, তেমনি অনেকে এসে এখানে প্রকাশ্যে মাদক সেবন করছে। এ সংকটের সমাধান চেয়ে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা মানববন্ধন করেছেন। জনপ্রতিনিধিরাও বলছেন, পুলিশের তদারকি না থাকায় দক্ষিণ রণিখাইয়ে মাদক সেবন ও বিক্রি দিন দিন আরও বাড়ছে।
গত শুক্রবার ওই ইউনিয়নের গৌরীনগর এলাকায় দেখা যায়, রাস্তার দুই পাশে পড়ে রয়েছে বহু ফেনসিডিলের বোতল। গৌরীনগর পয়েন্ট থেকে শুরু করে পিয়াইনগুল এলাকা পর্যন্ত মহাসড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটারজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মাদকের খালি বোতল। স্থানীয়রা জানান, রাতদিন এই এলাকায় অবাধে বিক্রি হয় মাদক। দাম মিটিয়ে রাস্তার ধারে প্রকাশ্যে মাদক গ্রহণ করে চলে যায় মাদকসেবীরা। কেউ কেউ গাড়িতে বসে মাদক সেবন করে ফেলে রেখে যায় বোতল।
স্থানীয়রা জানান, ভারত থেকে আসা মাদক ইউনিয়নের সুন্দাউরা, খাগাইল, গৌরীনগর, পূর্ণাছগাম ও দরাকুল গ্রামে এসে পরে সব জায়গায় পাচার হয়। এ গ্রামগুলোর মাদক কারবারিরা কোনো প্রকার বাধা ছাড়াই দিনেদুপুরে মাদকের কারবার করছে। বিভিন্ন সময় দু-একজন আটক হলেও পরে ছাড়া পেয়ে যাচ্ছে আইনের ফাঁকফোকর দিয়ে। ধরা পড়ছে না হোতারা। আগে ইউনিয়নের খাগাইল পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকলেও এখন আর সেটা নেই। এ সুযোগে কেউ কেউ বাড়িতেও মাদক মজুত করছে।
দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, ‘দক্ষিণ রণিখাই এখন মাদকের ওপেন হাটে পরিণত হয়েছে।
আমরা উদ্যোগ নিয়েও তা নির্মূল করতে পারছি না। আগে খাগাইল পয়েন্টে পুলিশ চেকপোস্ট থাকলেও এখন আর সেটা নেই। প্রশাসনের নীরব ভূমিকায় এটি দিন দিন বাড়ছেই।’
জানা যায়, উপজেলার চিকাডহর সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় সেখান থেকে অবাধে প্রবেশ করে সেগুলো। ওইখানে বিজিবিরও তেমন টহল নেই। সেখান থেকেই মাদক আসছে দক্ষিণ রণিখাইসহ অন্যান্য জায়গায়। লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও স্থানীয় বাসিন্দা ড. মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘যখন ছুটিতে বাড়িতে যাই, তখন দেখা যায় রাস্তাঘাটে হাঁটাই কঠিন। তবে সবচেয়ে বেশি শঙ্কার বিষয়, এলাকায় মাদক নির্মূলে পুলিশের সক্রিয় ভূমিকা নেই।’
কোম্পানীগঞ্জ থানা-পুলিশ জানায়, গত ছয় মাসে উপজেলায় ২৮টি মাদক মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ৯২০ বোতল ও ৬২২.৪৩ লিটার মাদক জব্দ করা হয়।
উত্তর রণিখাইয়ের ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক দক্ষিণ রণিখাইসহ সারা দেশে যায়। যারা মাদক আনে, তাদের শক্তিশালী গ্যাং আছে; যে কারণে স্থানীয়রা কথা বলতে পারে না, প্রশাসনও ততটা সাহস করতে পারে না। তারা সব সময় সশস্ত্র থাকে; যার কারণে ৪-৫ জন বিজিবি তাদের মোকাবিলা করতে পারে না।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, ‘আমরা মন্ত্রীর সঙ্গে দক্ষিণ রণিখাই গিয়েছিলাম। রাস্তার পাশে মাদকের বোতল দেখেছি এবং নির্দেশনাও পেয়েছি। আমরা আরও জোরদার পদক্ষেপ নেব।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৯ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
৯ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১২ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১৩ মিনিট আগে